জনাব গৌতম সাহা মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে ০২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মধ্যে দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে ১৯৯৯ সালে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন এবং শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরত্বপূর্ণ বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জনাব গৌতম সাহা ১৯৬৫ সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।