গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ নূরুল আমিন-কে ২৪ এপ্রিল ২০২২ তারিখ কর্মসংস্থান ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি কর্মে যোগদান করেছেন। জনাব মোঃ নূরুল আমিন ইতোপূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। তিঁনি সচিব হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। জনাব মোঃ নূরুল আমিন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, নেত্রকোণা ও যশোরের জেলা প্রশাসক, যুগ্মসচিব পদে ধর্ম মন্ত্রণালয়ে, বরিশাল বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব পদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন।
তিঁনি ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২১ জানুয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। প্রশাসনে তাঁর জ্ঞান, কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়নতার বিশেষ সুখ্যাতি রয়েছে।
শিক্ষাজীবনে তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। জনাব মোঃ নূরুল আমিন ১০ জুন ১৯৬১ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।